কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ও গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ চত্বর এ সামগ্রি বিতরণ করা হয়। এ সময় ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি সাসকলাই, ২০ কেজি সার ও ৪৩০ জন কৃষকের মাঝে ১ কেজি পাঁয়জের বীজ, ২০ কেজি সারসহ পলিথিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উঠছে মে, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার এস এম নাজমুল সাকিব শাহীন, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।