কেশবপুর সংবাদদাতা
কেশবপুর যুবলীগের যুগ্ম আহবায়ক পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুলের ভাতিজা আবু সাইদ লাভলুর ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যক্তিগত অফিস রোববার রাতের আঁধারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে ঘটনাস্থলে যেয়ে দেখা গেছে দুর্বৃত্তরা কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাঁজিয়া বাজারের ব্যবসায়ী আবু সাইদ লাভলুর মাছের ঘের ভেড়ি, ধান গম, হলুদ, মরিচ মাড়াইয়ের মিল ও ব্যক্তিগত অফিস ঘর দুর্বৃত্তরা ভাংচুর করে ক্ষতি সাধন করেছে।
আবু সাইদ লাভলুর মিল ঘরের এক কর্মচারী বলেন শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর হতে লাভলু ভাই এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন। রোববার রাত আড়াইটার দিকে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে মিল ও অফিস ঘর ভাংচুর করে। তবে স্থানীয়দের দাবি যুবলীগ নেতা হওয়ায় হাসিনা সরকারের আমলে চাঁদাবাজি, গ্রেফতার বাণিজ্যসহ নানাভাবে এলাকাবাসীকে হয়রানি করছে। যে কারণে এলাকাবাসী তাদের উপর ক্ষুব্ধ।
এ বিষয়ে কেশবপুর যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলু মুঠোফোনে জানান, রাজনৈতিক কারণে বর্তমানে আমি আত্মগোপনে রয়েছি। এই সুযোগে পাঁজিয়া ইউনিয়ন একদল সন্ত্রাসীরা এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যক্তিগত অফিস ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করেছে। ভাংচুরকারীদের ণ্ডমকিতে তিনি এলাকায় এসে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলেও জানান।