সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশ, সাতক্ষীরার একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আমিনুর রহমানসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনরিুল ইসলামের আগে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেন।