বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আক্তারুল কবির মিলনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মহাসিন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলায় বাদীর তুলার দোকান রয়েছে। ওই দোকানে এসে মিলন বিভিন্ন সময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। না দেয়ায় হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি দিতেন মিলন। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার পর মিলনসহ অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে আসেন। এরপর তাকে ঘিরে ফেলে ওই দশ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেয়ায় বাদীকে মারপিট করে। পরে বাদীকে একটি মোটরসাইকেলে উঠিয়ে বকচর এলাকার একটি ক্লাবঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তিনটি নন জুডিসিয়াল স্টাম্পে সই করিয়ে নেই। একই সাথে ব্যাংকের চারটি চেকের পাতায় সই করে নেয়। পরে বলে চাঁদার ১০ লাখ টাকা ম্যানেজ করে দিতে হবে অন্যথায় খুন গুমের হুমকি দেয় মিলনসহ অন্যরা। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন। বিচারক ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
শিরোনাম:
- যশোরে মাকে হত্যার অভিযোগ পালিত ছেলের বিরুদ্ধে
- সাংবাদিকতা পেশাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে হবে
- যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন নিহত, আহত ১০
- যশোরে সবজি ও চালের দাম কমলেও স্থিতিশীল মাছ ও মাংসের দর
- দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধ্বংস করেছিল স্বৈরাচর আ.লীগ-তাবিথ আওয়াল
- চৌগাছায় পবিস’র ব্যর্থতায় জনদুর্ভোগ, সংস্কার দাবি এবি পার্টির
- বিএনপি তরুণদের ভাবনাকে মূল্যয়ন করছে : তাবিথ আউয়াল
- মণিরামপুরে জামায়াতের যুব সমাবেশ