বাংলার ভোর প্রতিবেদক
কয়েকদিনের টানা বর্ষণের কারণে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর সদর উপজেলার সামনে পুরাতন বটগাছটি সোমবার সকালে রাস্তায় উপড়ে পড়ে। বটগাছটি রাস্তার উপড়ে পড়ার কারণে সকাল ৯ টা থেকে প্রায় দেড় ঘন্টা যশোর-নড়াইল সড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাছের নিচের অবস্থিত কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি টিম গাছটি উদ্ধার সরানোর পর সকাল সাড়ে দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। যশোর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অতি বর্ষণের কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় গাছটি গোড়া থেকে উপড়ে পড়ে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ায় গাছের নিচে অবস্থিত বিষ্ণুর সেলুন দোকান, আক্তারের চায়ের দোকান, মানিকের হোমিওপ্যাথি দোকানসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।