ঝিনাইদহ সংবাদদাতা
ঝড়ে বিদ্যুতের তারের ওপর পড়েছিল পেঁপে গাছ। সেই গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মোকছেদ মোল্লা। তাকে উদ্ধার করতে গিয়ে মারা যান আরো দুজন।
সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মোকছেদ আলী মোল্লা ওরফে আঙ্গার আলী, তার ভাবী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সে সময় তিনি তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে। পরে সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ আলীর মরদেহ দেখতে পান তারা। তখন ওই তার থেকে মোকছেদ আলীকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিরোনাম:
- যশোর বোর্ডে এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২১৬ জনের ফল পরিবর্তন
- যশোরে আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ দাবিতে শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
- আজ অগ্রহায়ণের প্রথম দিন
- পাঁচ হাজার মোটরসাইকেলে আজিজুরের শোডাউন
- যশোরে চাকুসহ আটক ২
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের বিজয়ী, চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়ন
- যশোরে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
- পার্কে যুগলের বিষপান; প্রেমিকা বেঁচে ফিরলেও ফেরেনি প্রেমিক
