বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটির যশোরের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দাবি করে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, কোটা আন্দোলনের পক্ষে জাতীয় পার্টির সমর্থন ছিল। এমনকি সংসদেও বিষয়টি নিয়ে পার্টির চেয়ারম্যান উপস্থাপন করে বক্তব্য দেন। একটি মহল তাদের অসৎ রাজনীতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছেন। এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম চৌধুরী সরু, জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন প্রমুখ।
এ বিষয়ে সংবাদ সম্মেলনের পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব