বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এস এম শাহীন। এর আগে, বিক্ষোভ মিছিল সহকারে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান নার্সরা। এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করার দাবি জানান নার্সরা।
স্মারকলিপিতে বলা হয়, নার্সিং ও মিডিওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডিওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডিওয়াফাইদের পদায়ন করতে হবে। নার্সিং ও মিডওয়াইফারি পেশায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ, নার্সিং প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও সেবার মানোন্নয়নে এক দফা দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে মহাপরিচালকসহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ উচ্চশিক্ষিত, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন নার্স ও মিডওয়াইফদের পদায়ন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোসাম্মৎ সালমা খানম সদস্য সচিব আর্জিনা খাতুনসহ চাকরিরত নার্স ও শিক্ষার্থীরা।#