সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৫ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবাব (২৪ সেপ্টেম্বর) রাতে কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তবর্তী মজুমদার খাল নামক স্থান থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কোন চোরচালানীকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী তলুইগাছ এলাকার মজুমদার খাল নামক স্থান দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা একটি চৌকষ আভিযানিকদল সেখানে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে মাদক কারবারিরা ওই পথে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পলাবার চেষ্টা করলে অভিযানিকদল তাদেরকে ধাওয়া করে। একপর্যায় তারা মালামাল ফেলে পালিয়ে যায়।
সেখান থেকে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৫ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় এসব মাদকদ্রব্যের অনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি (সাধারণ ডায়েরি) করতঃ পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।