মহেশপুর সংবাদদাতা
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। উপজেলা ওলামা ও ইমাম পরিষদের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। রোববার সকালে মহেশপুর কেন্দ্রিয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে কলেজ বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দু গুরু ও বিজেপি নেতা আমাদের প্রিয় নবীকে (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে ভারত ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেই সাথে ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহানবীকে নিয়ে কটুক্তি করায় ২শ’ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে। তাই ভারত সরকারকে বিশ^ মুসলমানদের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাদের পণ্য বয়কট করা হবে বলে হুমকি দেন তারা।
মহেশপুর ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুস শুকুরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, খুলনা ক্বওমী মাদরাসা ওলামা পরিষদের সেক্রেটারী মাও. সারোয়ার হুসাইন, মহেশপুর ইমাম পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বিন্নুবী, সিনিয়র সহ- সভাপতি নাজির আহমাদ, সহ-সভাপতি শেখভ আসআদ, পৌর ইমাম পরিষদের সভাপতি শোয়াইব আহমাদ মাহদী প্রমুখ।