সাতক্ষীরা সংবাদদাতা
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতে ৩ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত নার্সরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি দেন তারা।
দাবি আদায়ে বুধবারও ৫ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
তবে, কর্মবিরতির বাইর ছিল জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো।
যদিও নার্সরা কর্মবিরতিতে যাওয়ায় সাধারণ ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছে।
কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন নার্সিং ও মিডওইয়াফারি সংস্কার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স আফিফা তাজরিমিন, তাপোসী মন্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিন প্রমুখ।