বাংলার ভোর ডেস্ক
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম গুয়াখোলা গ্রামের মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টার দিকে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে সৈয়দপুরগামী ‘রকেট’ ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানে কম শুনতেন। রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও মুচলেকা দিয়ে মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত বলেন, ‘আলোচনা ও মুচলেকা দেওয়ার পর নিহত জাহানারা বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
শিরোনাম:
- খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন শহীদ জিয়াউর রহমানের পাশে
- খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
- বেগম খালেদা জিয়া আর নেই
- ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
- চৌগাছায় ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচারে অভিযোগে
- যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থী লিটনের মনোনয়ন জমা
- হাফেজ নুরুজ্জামানের জীবন বাঁচাতে সাহায্য প্রার্থনা
- যশোরে টানা তীব্র শীতে নাকাল জনজীবন ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ভোগান্তি
