বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে অংশ নেয় আইনজীবী ও বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল একজন সাংবাদিক নন, বরং সকল নির্যাতিত সাংবাদিকদের প্রতিনিধি তিনি। তিনি প্রকৃত দেশপ্রেমিক এবং দেশের ক্রান্তিকালে একাই লড়ে গেছেন। এ দেশে শুধু মাহমুদুর রহমান নয়, যে সব সাংবাদিক সত্য লিখতে গেছেন, ফ্যাসিস্ট সরকার তাদেরকে মামলা দিয়ে দমন করেছেন। দ্বিতীয় স্বাধীন দেশে অনতিবিলম্বে মাহমুদুর রহমানের জামিন এবং তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা খারিজেরও দাবি জানান।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চলনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সদস্য এসএম সোহেল, জাগপার কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিন অমিত, অ্যাড মনোয়ার হোসেন মনু, যুবদল নেতা টমাস প্রমুখ। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফসহ নেতৃবৃন্দ।