সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে সাতক্ষীরা সীমান্তের যে সব এলাকায় পূজামন্ডপ রয়েছে সে সব এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়েনের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
পূজা উপলক্ষে বুধবার সকাল ৮ টা থেকে সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে যেসব পূজামন্ডপ রয়েছে সে সমস্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। তিনি জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় সাতক্ষীরা সদর উপজেলায় ২০ টি ও কলারোয়া উপজেলায় ২০ টিসহ মোট ৪০ টি পুজামন্ডপ রয়েছে।
এ সব পুজামন্ডপ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে ২ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ৪টি সেকশনে ভাগ করে টহল পরিচালনা কার্যক্রম চালু করা হয়েছে।