বাংলার ভোর ডেস্ক
‘১০ম গ্রেড আমার দাবি নয়, আমার অধিকার’ এই স্লোগানে সারাদেশের সাথে সংহতি প্রকাশ করে মাগুরার শালিখা, সাতক্ষীরার শ্যামনগর ও ঝিনাইদহের কোটচাঁদপুরে বৃহস্পতিবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
মাগুরা সংবাদদাতা জানান, বিকেল সাড়ে তিনটায় শালিখা উপজেলার আড়পাড়া বাজারে যশোর-মাগুরা মহাসড়কের জনতা ব্যাংকের সামনে অনুষ্ঠিত মারনববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সরকারী শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক অরুন কুমার চক্রবর্তী, সাবেক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমান, সাবেক খাটর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ অঞ্জন আলী, দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান হোসলন, কুমোর কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা খাতুন হীরা, পুলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি জাহিদুর রহমান, দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া সুলতানা তিথি, বাকলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বিশ্বাস, পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুজ্জামান প্রমুখ।
পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
শ্যামনগর সংবাদদাতা জানান, বিকেল ৪ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মইনুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহজাদা বীন আশরাফ, মোহাদ্দেসুর রহমান,তরিকুল ইসলাম,আব্দুল হামিদ,বনি আমিন, আমিনুর রহমান, রোকনুজ্জামান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, প্রাক্তন সভাপতি আব্দুল্যাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।
কোটচাঁদপুর সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকর। দশম ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান সজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নওদাগ্রাম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান কচি, মানিকদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খোন্দকার হাসানুজ্জামান, বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার টোকন, গুড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ, বলরামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক শাহীন, তালসার প্রাথমিক বিদ্যালয়ের তবিবুর রহমান, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শওকত আলী মিঠু, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবানা খাতুন প্রমুখ।