বাংলার ভোর ডেস্ক
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণ্যাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা। আমাদের সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত-
কেশবপুর পৌর সংবাদদাতা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় শহরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এসএম মুনজুর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, সবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কোটচাঁদপুর সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনাায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল মাওয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, সরকারি কেএমএইচ কলেজের (অব.) অধ্যাপক মহাসীন আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবীর হোসেন, বড়বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সাফদারপুর মনছুর আলী একাডেমির শিক্ষক আমিন উদ্দিন, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাফদারপুর দারুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন, কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।
ঝিকরগাছা সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রথমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র্যালি এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আসাদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম মন্টু, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, প্রধান শিক্ষক আব্দুস সবুর, মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক শামীম হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান।
মাগুরা সংবাদদাতা জানান, সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের যশোর-মাগুরা মহাসড়ক প্রদক্ষিণ করে শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়। পরে কলেজের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম।
বক্তব্য রাখেন আড়পাড়া ডিগ্রি কলেজ সভাপতি সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, শালিখা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান মিলটন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জামাওয়াতী ইসলামী বাংলাদেশে শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফসার আলী, অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক এবিএম খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক বাহারুল ইসলাম, সুপার আবুল হাসান প্রমুখ।
দেবহাটা সংবাদদাতা জানান, সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, প্রধান শিক্ষক আবু মুসা, নাংলা হাইস্কুলের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার প্রমুখ।