বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেল বাজারে ব্যবসায়ীদের উপর হামলার সাথে জড়িতদের আটক ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরের সামনে রেলবাজার ব্যবসায়ী সমিতি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। রেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, রেলবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও তৃপ্তি হোটেলের মালিক গোলাম মাওলাকে হোটেলে ডিউটি করা অবস্থায় সোমবার মধ্যরাতে ম্যানসেল ও রেল বাজার ইজারাদার সাদী বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই হামলার সাথে জড়িতদের দ্রুত আটকের দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, রেলবাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ম্যানসেল বাহিনীর অত্যাচারে অতিষ্ট। দিনের বেলায় ক্যাশ বাক্স ছিনতাই করাসহ জোর করে টাকা নেওয়া নিত্যনৈমত্তিক ব্যাপার। এই বাহিনী বাজারের দোকান প্রতি প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাক জোর করে আদায় করে। দোকান ভাড়া নিলে ২০ হাজার এবং দোকান মেরামত করলে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। এমন কোন অত্যাচার নাই যে তারা রেলবাজারে ব্যবসায়ীদের উপর করে না।
মানববন্ধনে যশোর রেল বাজারের শতাধিক ছোট বড় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন মানববন্ধনে আগত ব্যবসায়ীরা।
এসময় উপস্থিত ছিলেন, রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ সুইট, সমাজ কল্যাণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।