যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৪ সালে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে খুন হওয়া পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও রিয়াদের পরিবার এখনও পর্যন্ত সঠিক বিচার ও ক্ষতিপূরণ পায়নি বলে জানান তৎকালীন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা, রিয়াদের হত্যার ন্যায়বিচার চাই। ১০ বছরেও যদি বিচার না হয়, তাহলে এই দীর্ঘসূত্রতা আমাদের ন্যায়বিচার ব্যবস্থার দুর্বলতার প্রমাণ। আমরা তার পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং দ্রুত বিচার দাবি করছি।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ জুলাই যবিপ্রবির প্রধান ফটকের সামনে রিয়াদকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। কিন্তু এতদিন পরও হত্যাকারীরা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে, যা রিয়াদের পরিবার ও সহপাঠীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।