মাগুরা সংবাদদাতা
মাগুরায় রেল প্রকল্পের জমিম অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি প্রকল্পের আওতায় ১৩ টি চেকে এক কোটি তেত্রিশ লাখ সসাতষট্টি হাজার ছয়শত ছিয়াত্তর টাকা বিতরণ করা হয়।
এ সময় মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতটি চেকের মাধ্যমে পাঁচ লাখ একাশি হাজার ছয়শত আশি টাকা এবং ‘মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বাঁক সরলীকরণসহ সম্প্রসারণ প্রকল্প’র আওতায় ছয়টি চেকের মাধ্যমে এক কোটি সাতাশ লাখ পঁচাশি হাজার নয়শত পঁচানব্বই টাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের মাহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, জেলা প্রশাসক অহিদুল ইসলাম, ঢাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরে প্রতিনিধি আসিকুর রহমান রায়হান, মাগুরার ছাত্রপ্রতিনিধি আব্দুল মতিন সরদারসহ অন্যান্যরা।
এ সময় প্রেস ব্রিফিং এ মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, মাগুরা জেলার রেল সম্প্রসারণ প্রকল্পের অধীনে দুটি জেলা রয়েছে ফরিদপুর ও মাগুরা জেলা। ফরিদপুর জেলার জমি বুঝে পেলেও মাগুরা জেলার ১০৭ একর জমির মধ্যে ১২ একর জমি বুঝে পেয়েছেন। যে কারণে প্রকল্পের কাজ সম্পন্ন করা যাচ্ছে না।
##