সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। “ছাত্র জনতার অঙ্গিকার, সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের পলাশপোলস্থ নিরাপদ সড়ক চাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সংগঠনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এসএম মহিদার রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, ট্রাফিক ইন্সপেক্টর শেখ মাসুদুল ইসলাম, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফিজুর আল মাহমুদ রিটু, দৈনিক কাফেলা পত্রিকার ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক পত্রদূত পত্রিকার শেখ আব্দুল আলিম, উদীচি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি মীর আবু বকর, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাঈদ, সাতক্ষীরা জেলা কাপড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম সোহরাব হোসেন, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ও দৈনিক বিকাল বার্তার এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, সমাজকর্মী শেখ ফারুক হোসেন, সড়ক বিভাগের কর্মকর্তা রবিউল ইসলাম রবি, জিএম মোহাম্মাদ আলী, হাবিবুল্লাহ বাহার, চিকিৎসক আবীর হোসেন লিয়ন, মো. অহিদুজ্জামান, রুহুল আমিন, ব্যবসায়ী আতিকুজ্জামান রিপন, আছাদুজ্জামান লিটন, আব্দুল মজিদ, ইকবাল হোসেন রাজা, শফিকুল ইসলাম, নাজমুল হক, শেখ মাগফুর রহমান জান্টু প্রমুখ।