কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি কোটচাঁদপুরের সার্বিক সহযোগিতায় বলুহর বাসস্ট্যান্ড মেহেবুবা সুপার মার্কেট আস্থা কনভেনশন হলে এ জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনজুর রহমান বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি কোটচাঁদপুর শাখার ম্যানেজার বি.এম.শাজাহান।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-পরিচালক বাংলাদেশ ব্যাংক খুলনা মিজানুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল রশিদুল ইসলাম। সে সময় জাল নোট চেনার উপায় ও প্রচলন প্রতিরোধে প্রজেক্টটরের মাধ্যমে চিত্র প্রদর্শন সহ বিভিন্ন জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। কর্মশালায় ব্যাংক কর্মকর্তা, গ্রাহক সাংবাদিক শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।