বাংলার ভোর প্রতিবেদক
বেওয়ারিশ কুকুর নিধন বা অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়ে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পৌর প্রশাসকের অনুপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা মুক্তার আলী এই স্মারকলিপিটি গ্রহণ করেন।
অর্ধশতাধিক নাগরিকের সাক্ষরিত এই স্মারকলিপিটি প্রদান করেন ওয়ার্ডবাসীর পক্ষে নাট্যকর্মী মাসুদুজ্জামান। এ সময় তারা বলেন যশোর শহরে বৃদ্ধি পেয়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। রাস্তার ধারে, খাবার হোটেলের সামনে, কাঁচা বাজার, শপিং মলের সামনে অলিতে গলিতে দলবেঁধে চলাচল করছে বেওয়ারিশ কুকুর। ঘা পাচড়া, ক্ষতবিক্ষত, রোগাক্রান্ত এবং ক্ষুধার্থ সব কুকুরের ভয়ে স্কুল কলেজগামী শিক্ষকসহ সাধারণ পথচারী নারী পুরুষ আতঙ্কিত হয়ে পড়ছে। অনেকেই এসব কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। কোমলমতি শিশুরা কুকুরের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। স্কুলে যাওয়া-আসায় বিঘ্ন ঘটছে।
এই অবস্থায় পৌরবাসীর নিরাপত্তায় বেওয়ারিশ কুকুর নিধন বা স্থানান্তর করতে যশোর পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী ইব্রাহীম, পিয়াসসহ বিপুল সংখ্যক ওয়ার্ডবাসী ।
শিরোনাম:
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক
- ‘যশোর গণহত্যা’ শহিদদের স্মরণে নানা কর্মসূচি
- শখের মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-মেয়ের
- ফ্যাসিস্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত
- আজও একশ্রেণীর মানুষ দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি করে যাচ্ছে
- যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়
- যশোরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২