খাজুরা সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে আগে ভালো শিক্ষক দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। স্বৈরাচার হাসিনা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। তার শাসনামলে মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষায় প্রশ্ন টাকার বিনিময়ে বেঁচাকেনা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছিল।
শনিবার বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এদিন বেলা ১২টায় শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি ও টিএস আইয়ূবের সহধর্মিনী তানিয়া রহমান সুমি। বিশেষ অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাজেদুর রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী ও বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম মর্শেদ তনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান ও বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুুর রহমান মিন্টু। ১৯৭২ সালে খাজুরা শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ প্রতিষ্ঠিত এবং ২০১০ সালে সরকারিকরণ হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫শ’ জন।