বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা পরিষদের মুক্ত মঞ্চে নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে নাটিকা প্রদর্শনী ও পট গান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিম রহমান, উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর দিপ্তা রক্ষিত, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজমুল হাসান, মাসনুন হক, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অতিথিরা সকলেই তাদের বক্তব্যে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং মানব পাচার ও নারী নির্যাতন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে নাটিকা প্রদর্শনী ও পট গান পরিবেশন করা হয়। যেখানে মানব পাচার ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রূপান্তরের শিল্পী দল তাদের অভিনয় এবং গান পরিবেশন করেন। স্থানীয় জনগণ, আমন্ত্রিত অতিথি এবং পথচারিরা অনুষ্ঠানটি পর্যায়ক্রমে উপভোগ করেন। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে নারী নির্যাতন ও মানব পাচারের মতো সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন ও সক্রিয় করা এবং উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনের ক্ষেত্রে সহায়তা প্রদান করা হচ্ছে।