সুমন ব্রহ্ম, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার চুকনগরে ভারতের আগ্রাসন, ভারতের আগারতলায় বাংলাদেশি হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিছিলটি চুকনগর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চুকনগর স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক সরদার বিল্লাল হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক শেখ ফরিদুল ইসলাম, নিলৎপল নিলয়, যুবদল নেতা মোক্তারুজ্জামান সবুর, জেলা ছাত্রদল নেতা অনিক আহমেদ, সোহান, ইকবাল হোসেন, খান সোয়েব আক্তার, জাহিদুল ইসলাম প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিএম হাবিবুর রহমান, আমিনুর রহমান মোড়ল, সরদার দৌলত হোসেন।
অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৬ টায় ৫ নং আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক একটি মিছিল বিএনপির কার্যালয় থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা কবির হাসান ডবলু, কামাল হোসেন প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন।