ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় অর্থনৈতিক শুমারি’র নিয়োগে ছাত্রলীগ-যুবলীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতাকারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ডিজিটাল কারচুপির মাধ্যমে এই নিন্দনীয় কাজে জড়িয়ে পড়েছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাসহ কতিপয় সরকারি কর্মকর্তা। এদিকে, এমন ঘটনায় সাধারণ ঝিকরগাছাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, ঝিকরগাছায় ‘অর্থনৈতিক শুমারি-২৪’ এর মূল শুমারি গননা কার্যক্রম নিয়োগে ‘সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী’ পদে ঝিকরগাছায় স্থায়ীভাবে বসবাসকারী বেকার যুবক, মহিলা এবং ছাত্রছাত্রীদের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরখাস্তের আহবান জানানো হয় গত ৩০ নভেম্বর।
গুগল লিংকের মাধ্যমে ১ ডিসেম্বর হতে ৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। ৪ ডিসেম্বর সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে রাতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।
কিন্তু উপজেলা পরিসংখ্যান বিভাগের কতিপয় সরকারি কর্মকর্তাদের যোগসাজসে পরদিন সকালে তা পরিবর্তন করে পুনরায় নতুন আর একটি তালিকা প্রকাশ করেন। এরপর থেকেই এই নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতির এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনের অভিযোগ ওঠে।
সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে প্রকাশিত চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়াও পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়া, একজনের নাম একাধিকবার আসা, এনজিও এবং বিভিন্ন ব্যবসায়ী কর্মকর্তার নাম আসার অভিযোগ পাওয়া গিয়েছে।
সুপারভাইজার পদে গঙ্গানন্দপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু, তথ্য সংগ্রহকারী পদে পৌর ছাত্রলীগ নেতা আল আমিন, শফিকুল ইসলামসহ একাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দের নাম পাওয়া গেছে চূড়ান্ত তালিকায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝিকরগাছায় সক্রিয় ভূমিকা পালন করা যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী আল আসিফ হিমেল জানিয়েছেন, চূড়ান্ত তালিকায় প্রথমে তার নাম থাকলেও অদৃশ্য কারণে তাকে বাদ দেয়া হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থীর নাম বাদ দিয়ে ছাত্রলীগ নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী জানিয়েছেন, এই নিয়োগে অবৈধভাবে ঘুষ-বাণিজ্যের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন ঝিকরগাছা উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাসরিন সুলতানার নির্দেশে আইটি সুপারভাইজার পদে নিয়োগ দেয়া হয়েছে শেখ শফিকুল ইসলামকে। এই কর্মকর্তার বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বিরোধীতাকারী ও গদখালী ইউনিয়ন যুবলীগের সন্ত্রাসী ক্যাডার হিসেবে পরিচিত।
এই ব্যাপারে নাসরিন সুলতানাকে ফোন করলে তিনি জানান, এই নামগুলো ঢাকা থেকে অর্ডার আসছে বাকিগুলো ইউএনও স্যার বলতে পারবেন।