মনিরামপুর সংবাদদাতা
মনিরামপুরে ইথনোস্পোর্ট প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্পোর্টস অডিটরিয়ামে ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মূল আকর্ষণ ছিল ইথনোস্পোর্টের ঐতিহ্যবাহী খেলা যেমন ম্যাস-রেসলিং, তোগুজকুমালাক ও অন্যান্য ইথনোস্পোর্টের খেলা। প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের শারীরিক দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আন্তজার্তিক ম্যাস-রেসলিং ফেডারেশন (রাশিয়া) এবং ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট কনফেডারেশনের (তুরস্ক) বাংলাদেশ প্রতিনিধি এবং ওয়ার্ল্ড তোগুজকুমালাক ফেডারেশনের সহসভাপতি ও ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট যশোর জেলার সভাপতি হায়দার আলীসহ স্থানীয় কর্মকর্তারা।