মাগুরা সংবাদদাতা
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালন করছে মাগুরা প্রেসক্লাব।
শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে কলেজ রোডের কদমতলা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাগুরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওয়ালিয়র রহমান, শরীফ তেহরান টুটুল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। একই সাথে ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস আমাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। অতীতে দিবসটি গুরুত্বের সঙ্গে উদযাপিত হলেও এবার স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোন কর্মসূচি নেই যা দুঃখজনক।