কোটচাঁদপুর সংবাদদাতা
বিজয় দিবসের অনুষ্ঠানে অব্যবস্থাপনার অযুহাতে কোটচাঁদপুরে বিক্ষুব্ধ জনতার হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত ও তার গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির বির সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচি উপলক্ষে ফুল দেয়ার জন্য সকাল থেকেই হাজারো মানুষ উপস্থিত হয়। কিন্তু সেখানে প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষায় কোন ব্যবস্থাপনা না থাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ফুল দিতে আসা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে আসা ব্যক্তিরা। এ পর্যায়ে সকাল ৮টা ৫ মিনিটে ফুল দেয়ার জন্য গাড়ি থেকে নামার সাথে সাথে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরেন। এ সময় উত্তেজিতরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর ক্ষোভ প্রকাশ করেন এবং তার গাড়ি ভাংচুর করে। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
পরে সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী অফিসার শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। আমাদের কেউ এ ঘটনার সাথে জড়িত না। বিষয়টি জানতে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ‘শহীদ বেদিতে বিশৃঙ্খলা সৃষ্টিটা একটি অনাকাক্সিক্ষত ঘটনা। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পরেই পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে যায়। আর কোনো ঝামেলা নেই। পরবর্তী কর্মসূচিগুলো ইউএনও মহোদয় উপস্থিত থাকা অবস্থায় ভালোভাবেই শেষ হয়েছে।