সংবাদ বিজ্ঞপ্তি
এসএসসি পরীক্ষার তিন দশক পূর্তিতে পুনর্মিলনী উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন যশোর’ ৯৫। উৎসবকে ঘিরে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। শুক্রবার বিকেলে শহরের একটি অভিজাত রেস্তোরায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, প্রকৌশলী আরিফ হাসান মামুন, ডা. সানোয়ার আলম, ব্যবসায়ী আবুল হাসান আজাদ, যুবনেতা মারুফুজ্জামান কাঞ্চন ও আতিকুল ইসলাম মান্না, এনজিও সংগঠক শেখ মাহমুদ হোসেন কল্লোল, সাংস্কৃতিক সংগঠক সুকান্ত দাস, রুবাইয়াত রাহনুমা, তানিয়া রহমান, মাসুমা আক্তার সোমা প্রমুখ। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি যশোর ক্লাবের লাক্সারি কনভেনশন হলে দিনব্যাপী পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।