বাংলার ভোর প্রতিবেদক
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলার ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা আনোয়ারুল করীম যশোরী, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মশিউর রহমান, মাওলানা নাজির উদ্দীন, মুফতী ইয়াহইয়া, মুফতী শামসুর রহমান, মুফতী রশীদ আহমাদ বিন ওয়াক্কাস, মুফতী হাফিজুর রহমান, ইঞ্জি: মো: জয়নুল আবেদীন, ডা. মো: ফয়সাল প্রমুখ। সঞ্চালনা করেন মুফতী আমানুল্লাহ কাসেমী ও মুফতী উবায়দুল্লাহ শাকির। সমাবেশে বক্তারা বলেন, ‘নিরীহ মুসল্লীদের উপর অতর্কিত হামলা অগ্রহণযোগ্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে।’
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, সাদপন্থী খুনী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে। যশোর জেলার সকল মসজিদে সাদপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যশোরের যে সকল সাদপন্থী সন্ত্রাসী টঙ্গী হামলায় অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে গ্রেফতার করতে হবে। খুনীদের গডফাদারদেরও গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। কাকরাইল মসজিদসহ সারাদেশের মসজিদে সাদপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। এছাড়া, বিক্ষোভে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলার সাথে জড়িত এবং ইন্ধনদাতা যশোরের গডফাদার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।