কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুরে গেটম্যান বিহীন রেল গেটে ট্রেনের ধাক্কায় গরু গাড়ির চালকসহ দুই গরু গুরুতর আহত হয়। এর মধ্যে একটি গরুর মৃত্যু হয়েছে। আহত গাড়ি চালককে যশোরে রেফার্ড করেছেন চিকিৎসক। সোমবার দুপুর তিনটার দিকে ঘটনাটি ঘটে উপজেলা বলুহর ইউনিয়নের ডাকাতলা নামক স্থান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাম হালদার (৪৫) গরু গাড়ি নিয়ে মাঠে যাওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেন ধাক্কা দেয় গাড়িটিকে। এতে গুরুতর আহত হন গাড়ি চালকসহ তার দুইটি গরু। পরে একটি গরুর মৃত্যু হয়। ওই সময় স্থানীয়রা রামকে উদ্ধার কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাফসান রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার মনি দেবনাথ বলেন, খবর পেলাম মহানন্দা ট্রেনের ধাক্কায় গরুর গাড়িসহ একজন আহত হয়েছে।
মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক এসআই কামরুজ্জামান বলেন, ঘটনাটি আমার জানা নাই আর ওই সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোন জিডি বা অভিযোগ হয়নি।