বাংলার খেলা প্রতিবেদক
যশোর জিলা স্কুলে দিনব্যাপি ১৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও যশোর সরকারি বালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ। জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার জুলফিকার আব্দুল্লাহ, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক সেলিম রেজা ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।
দিনব্যাপি প্রতিযোগিতায় ২৭ টি ইভেন্টের মধ্যে ক গ্রুপে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ৮০ মিটার দৌঁড়, একপায়ে হাঁটা ও মোরগ লড়াই প্রতিযোগিতা হয়। খ গ্রুপে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ৮০ মিটার দৌঁড়, মোরগ লড়াই, বল পাসিং প্রতিযোগিতা হয়। গ গ্রুপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৮০ মিটার দৌঁড়, বল পাসিং ও মোরগ লড়াই প্রতিযোগিতা হয়। ঘ গ্রুপে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌঁড়, দীর্ঘ লাফ ও বল পাসিং প্রতিযোগিতা হয়। ঙ গ্রুপে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌঁড়, দীর্ঘ লাফ ও বল পাসিং প্রতিযোগিতা হয়। চ গ্রুপে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। মধ্যম গ্রুপে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। বড় গ্রুপে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৪০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। একজন প্রতিযোগি তিনটি খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।