বাংলার ভোর প্রতিবেদক
যশোরসহ আশেপাশে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় ছিনতাই ও ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যশোর ডিবি পুলিশ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত পুলিশ রিফলেকটিং ভেস্ট, চাকু এবং ছিনতাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
বুধবার রাতে তাদেরকে আলাদা আলাদা অভিযানে খুলনা ও যশোর থেকে আটক করা হয়। গত ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে যশোরের বাঘারপাড়ার কয়েকটি স্থানে পুলিশ পরিচয় ও ডাকাতির ঘটনা ঘটে। যশোর ডিবি পুলিশ মনে করছে আটকরা এসব অপরাধ সংঘটিত করেছে। আটকরা হচ্ছেন, যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাগর হোসেন রাজ, খুলনার দিঘলিয়া উপজেলার মাঝিগাতি গ্রামের বাসিন্দা ও বর্তমানে সোনাডাঙ্গার বাসিন্দা মিথুন বিশ্বাস ও বাগেরহাটের রামপাল উপজেলার শোগুনা গ্রামের বাসিন্দা বর্তমানে খুলনার লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকার সুশীল কুমার পাল। পুলিশ বলছে তাদের অন্যতম সহযোগি মহুরি পরচয়দানকারী মাসুদ নামের এক যুবক পালিয়েছে।
ডিবি পুলিশ জানায় মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই খান মাইদুল ইসলাম রাজিব গোপন সূত্রে খবর পেয়ে যশোর শহরের জজ কোর্ট মোড়ের ম্যাক্স কোচিং সেন্টারের সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশ সাগর হোসেন রাজ এবং মিথুন বিশ্বাসকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আরেক সহযোগী সুশীল কুমার পালসহ অন্যরা পুলিশ পরিচয়ে বরিশাল থেকে নাম্বার বিহীন লাল কালো রঙের একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল, ফরিদপুরের মধুখালী থেকে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের ১টি বাজাজ পালসার মোটরসাইকেল ও মাগুরা থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ইয়াহামা মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোনসেট ছিনতাই করে এনেছেন। ছিনতাইকৃত দুটি মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে এবং অপর একটি মোটরসাইকেল খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকায় রাখা আছে। এছাড়া যশোরের তাদের সহায়তাকারী জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টার ভবনের নিচতলায় মহুরি মাসুদের চেম্বারে ছিনতাই কাজে ব্যবহৃত একটি পুলিশ রিফলেকটিং ভেস্ট ও ১টি চাকু রেখে দিয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল জব্দ এবং পরে মাসুদ মহুরির চেম্বারে তল্লাশি চালিয়ে ১টি পুলিশ রিফলেকটিং ভেস্ট, ১টি চাকু ও ১টি এন্ডোয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
সূত্র জানায়, পরদিন বুধবার সকাল ৭টায় আটক দুই জনের স্বীকারোক্তিতে খুলনার রুপসার ইস্পাহানি গলি থেকে তাদের সহযোগী সুশীল কুমার পালকে আটক করা হয়। পরে আটক ৩ জনের স্বীকারোক্তিতে সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড এলাকার লেবার অফিসের সামনে থেকে ছিনতাইকৃত অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শিরোনাম:
- ষাটোর্ধ্ব মায়েদের শীতবস্ত্র ও চাল দিল জয়তী সোসাইটি
- ব্লাকমেইল চক্রের নয় সদস্য আটক যশোরে
- ১৫ বছর পর মিটু হত্যাকাণ্ডের আসামি আটক পিবিআই’র
- যশোরে অবৈধ মবিল কারাখানায় ভোক্তার অভিযান, লাখ টাকা জরিমানা
- চৌগাছায় দুইশ’ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উৎসাহ বোনাসের চেক বিতরণ
- সড়ক সংস্কারের আশ্বাস দিতে এসে আন্দোলনকারীদের তোপের মুখে যশোর সওজ প্রকৌশলী
- খুলনায় খেয়াঘাট দখল নিতে হামলা, বিএনপি নেতাসহ ৯ জনের নামে মামলা
- চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক