বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জামায়াত ইসলামীর যশোর সদর উপজেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বারান্দী পাড়াস্থ জেলা কর্যালয়ে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখেতে চায়। জামায়াত ইসলামীর কর্মীরা যেমন সৎ এবং দেশপ্রেমিক তেমনি দক্ষ। তাই জনগণের আশা আকাক্সক্ষা পূরণের জন্য আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তার জন্য আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের সুখে দুখে পাশে থাকতে হবে।
ওরিয়েন্টেশনে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলার হুসাইন, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুনির আক্তার, শিহাব উদ্দিন, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, অভয়নগর উপজেলা আমীর শরীফ হুসাইন, শার্শা উপজেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন, কেশবপুরে জামায়াত নেতা অ্যাড. অজিয়ার রহমান, নূর-ই-আলী মামুন প্রমুখ।