কোটচাঁদপুর সংবাদদাতা
পিকনিকের দাওয়াত খেতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নেতা-কর্মীরা। ভাংচুর হয়েছে পিকনিকের হাড়ি-কড়াই-চেয়ার ও মোটরসাইকেল। ওই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে কোটচাঁদপুরের তালসার গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা লিপন মালিতা। উপস্থিত ছিলেন,উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য বকুল মল্লিক,উপজেলা ছাত্র দলের সদস্য হাবিবুর রহমান।
এ সময় লিখিতি বক্তব্যে তিনি বলেন, গত শুক্রবার রাতে কোটচাঁদপুরের তালিনা গ্রামের বিএনপি সমর্থক কুতুব আলী মাস্টারের বাড়িতে পিকনিকের দাওয়াত ছিল। ওই দাওয়াত খেতে পঞ্চাশটি মোটরসাইকেল যোগে শতাধিক নেতা-কর্মীরা সেখানে যায়।
এ সময় পিকনিকের রান্না চলছিল। হঠাৎ তালিনা গ্রামের সড়ক দিয়ে হৈচৈ করতে করতে কুশনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তফা সাঈদ ও বিএনপি নেতা শিক্ষক আতিয়ার রহমানের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন ছুটে আসেন। এরপর তাদের হাতে থাকা দা, লাছি দিয়ে এলোপাতাড়ি ভাংচুর করেন পিকনিকের হাড়ি-কড়াই, নেতা- কর্মীদের মটর সাইকেল। মারপিট করেন নেতা-কর্মীদেরও। এ অবস্থা দেখে আমরা ওই রাতে প্রাণ ভয়ে ঘটস্থলে সব কিছু ফেলে রেখে চলে আসি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে যাওয়ায় আমরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।
এ দিকে ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির সহউপপরিদর্শক (এএসআই) সমির কুমার। তিনি বলেন, ওই গ্রামে একটি পক্ষ পিকনিকের আয়োজন হয়েছিল। এ সময় গ্রামের আরেকটি পক্ষ হৈচৈ করতে করতে এসে তাদের পিকনিক বন্ধ করে দেন। ভাংচুর করেন পিকনিকের হাড়ি -কড়াই। তবে ওখানে কোন মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেনি। এ ছাড়া এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগও করেনি বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোস্তফা সাঈদ বলেন, মূলত পিকনিকের খাওয়া নিয়ে গোলযোগ। তারা ওই গ্রামের বিএনপির কোন নেতা-কর্মীদের দাওয়াত দেননি। এতে করে ক্ষুব্ধ হন ওই গ্রামের নেতা-কর্মীরা। তারই বহিঃ প্রকাশ ওই ঘটনা। তবে ওখানে কোন মারধর বা মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেনি। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন বলেও দাবি করেন তিনি।
শিরোনাম:
- খুলনাঞ্চলের মহাসড়কে পায়ে পায়ে ‘মৃত্যুফাঁদ’
- যশোরে অবৈধ ইটভাটা বন্ধে ধীরগতি
- খেজুর গুড় তৈরিতে ব্যস্ত যশোরের চাষিরা
- যশোর সম্মিলনী ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ৮ ফেব্রুয়ারি
- বাপা যশোর অঞ্চলের মিলন মেলা অনুষ্ঠিত
- পিকনিকের দাওয়াত খেতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- চৌগাছায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
- ঝিকরগাছার লাউজানী রেলক্রসিং ত নয় যেন মরণফাঁদ