বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের নিউ মার্কেট এলাকায় দুটি যানবাহনের চালক ও হেলপারের মধ্যে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর তারা যানবাহন আড় করে দেয় মহাসড়কে। এতে যানজটের সৃষ্টি হয়। ১৫ মিনিট পর শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সাজিত পরিবহনের বাসের হেলপার ও কাভার্ডভ্যানের চালকের মধ্যে তর্কের জেরে হাতাহাতি হয়। একপর্যায়ে বাসের হেল্পার কাভার্ড ভ্যানের চালককে চড়-থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যানের চালক ভ্যানটি রাস্তার উপর আড়াআড়ি করে দাঁড় করিয়ে দেয়। যার ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন। তার মধ্যস্থতায় উত্তেজনা প্রশমিত হয়। শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় বাসটি তাদের জিম্মায় নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
যানজটে আটকা পড়া শামীম হোসেন নামে এক পপথচারী বলেন, এ ধরনের ঘটনা মহাসড়কে যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটায়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও শ্রমিকদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
৯১৮ ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন জানান, ঘটনাটি শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আমরা উভয় পক্ষকে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করেছি।
শিরোনাম:
- Kent Casino Официальный Сайт Кент Казино Регистрация со Бонусом, Зеркало Сайта
- ঘাস কেটে বাড়ি ফেরার পথে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন
- ঢাকুরিয়া জামাই মেলায় মাছ কেনার প্রতিযোগিতা, দিনে কোটি টাকার মাছ বিক্রি!
- তেল কম দেয়ার অভিযোগ : বাগআঁচড়া কিবরিয়া পাম্পে বন্ধের দাবিতে মানববন্ধন
- হাসিনার আমলে সাংবাদিকতা জাদুঘরে পাঠানো হয়েছিল : আয়ুব ভূইয়া
- ফ্যাসিবাদীদের দেশ ত্যাগে সাহায্যকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- শ্যামনগর কাশিমাড়ী বিএনপির সম্মেলন স্থগিত দাবিতে মানববন্ধন
- পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রতি বৈষম্যমূলক আইন প্রত্যাহার দাবিতে মানববন্ধন