বাংলার ভোর প্রতিবেদক
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এ আহ্বানে শুরু হয়েছে উদীচী যশোর জেলা সংসদের দ্বাবিংশ সম্মেলন বৃহস্পতিবার বিকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়। সংগঠন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সুধীজন, জেলা সংসদসহ অন্যান্য শাখার নেতাকর্মীবৃন্দ।
জেলা সম্মেলন প্রস্তুতি পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মশিউর রহমান। সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি জামশেদ আহমেদ তপন, যশোর সংসদের সহ সভাপতি আমিনুর রহমান হিরু প্রমুখ। এসময় বক্তরা বলেন, ‘সময়টা এখন কঠিন ও জটিল। ৭১ দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতার অর্জন ধরে রাখতে পারেনি আমরা। সেই জন্যই তো দেশে একের পর এক স্বৈরাচারী শাসনব্যবস্থা দেখেছে জনগণ। ২৪ নতুন প্রজন্মের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও দেশে সাম্প্রদায়িকতার উল্কা ছড়ানো হচ্ছে। উদীচী সময় গণতন্ত্রের কথা বলে। শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজের কথা বলে। সেই আদর্শিক জায়গা থেকে উদীচী সব সময় তার লড়াই চালিয়ে যাবে। এসময় দেশে বক্তরা মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশের আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। আগামিকাল শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশন থেকে জেলা কমিটি ঘোষণা করা হবে।
শিরোনাম:
- রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- যশোর সাহিত্য পরিষদ কার্যালয়ে মিলনমেলা
- মণিরামপুরে পৃথিবী ও কলা বিপ্লব দিবসে পৃথিবীর প্রতীকী জন্মদিন পালন
- চৌগাছায় আন্দোলনের মুখে স্থগিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম
- উদীচী যশোর জেলা সংসদের সম্মেলন শুরু
- তাবলীগ জামাতের দু’পক্ষে দ্বন্দের সমাধান হোক
- বিনম্র শ্রদ্ধায় অমল সেনকে স্মরণ
- মাগুরায় জামায়াতের কর্মী সমাবেশ