বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের আড়পাড়া-সাহাপুর গ্রামের শহিদুল ইসলামের পৈত্রিক ৩৩ শতক জমি দখলের পাঁয়তারা করছে পাশের জমির মালিক ইমরান হোসেন। তিনি নানা ষড়যন্ত্র শুরু করেছেন। সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়ায় শহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন। সোমবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহিদুল ইসলামের স্বজনেরা। এর আগে ইমরান হোসেন তার জমির রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন ইরমান হোসেন।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানিয়েছেন, আমার পিতা আব্দুল জব্বার ১৯৫০ সাল থেকে শাহাপুর-আড়পাড়া রাস্তা সংলগ্ন ৩৩ শতক জমি ক্রয় করে ভোগ দখল করেছেন। পৈত্রিক সূত্রে পাওয়া এ জমি আরএস ১২৪৮ দাগে ১৭ শতক ও ১২৪৯ দাগে ১৬ শতক জমির মালিকানা লাভ করেন। একই দাগের বাকি জমির মালিক বজলুর রহমান ও আলী হোসেন গং। ২০০৩ সালে বজলুর রহমান ও আলী হোসেন মাছ চাষের জন্য লিজ দেন বাহাদুরপুর গ্রামের সার্জেন্ট সাদেক আলীকে। সাকেদ আলী তখন রাস্তার পাশে আমার ৩৩ শতক জমি বাদে ঘের কেটে পাড় বেঁধে মাছ চাষ শুরু করেন।
তিনি বলেন, ২০১৪ ও ২০১৫ সালে বজলুর রহমান ও আলী হোসেন গং তাদের ১২৯ শতক জমি বিক্রি করেন শেখহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান হোসেনের কাছে। ইমরান হোসেন এ জমি কেনার ফলে আমার জমির তিন পাশের জমির মালিকানা লাভ করেন। দীর্ঘ ৮-৯ বছর উভয়ই যার যার জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছি। গতবছরের শেষ দিকে আমার পৈত্রিক সূত্রে পাওয়ায় ৩৩শতক জমির উপর নজর পড়ে ইমরান হোসেনের। তিনি এ জমি দখলে নানা ষড়যন্ত্র শুরু করেন। সন্ত্রাসী দিয়ে জমির দখল নিতে ব্যর্থ হয়ে অভিযোগ দেন ইউনিয়ন পরিষদে। আমি ইমরান হোসেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এসিল্যান্ড অফিসে অভিযোগ দিয়েছিলাম। সেখানে উভয়ের উপস্থিততে শুনানিতে ইমরান তার দাবিতে অনড় থাকায় কোন সুরাহা হয়নি।
তিনি আরও বলেন, ইমরান আমার জমি জোর করে দখল নিতে মিথ্যা অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি যে তথ্য দিয়েছেন তার সত্য নয়। তার জমিতে যাতায়াতের কোন অসুবিধা নেই। আমার জমির পূর্ব ও পশ্চিম পাশে তার নিজস্ব জমি রয়েছে। এ জমি ব্যবহার করে তিনি তার জমিতে যাতায়াতকরতে পারেন। প্রকৃত পক্ষে আমার জমির চার পাশে ইমরানের জমি হওয়ায় আমার জমি দখলের ষড়যন্ত্র করছেন তিনি। এ অবস্থায় তিনি তার জমির দখল চেষ্টাকারি ইমরানের হাত থেকে রেহায় পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।
শিরোনাম:
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি