বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার সহযোগিদের অবৈধ দখলে থাকা ১৪ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে সরকারি জমি (জলমহাল) অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।
জানা যায়, চৌগাছা পৌরসভার চৌগাছা মৌজার আরএস খতিয়ান-১ এর ২৭টি আলাদা দাগের ১৪ দশমিক ১০০ একর জমি জলমহাল হিসেবে ছিল। এই জলমহাল দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কাউন্সিলর গোলাম মোস্তফার নেতৃত্বে জোরপূর্বক দখলে রেখে মাছ চাষ করতেন। শুধু দখলই নয়, এই জলমহালের জমির শ্রেণি পরিবর্তন করে ধানী জমি হিসেবে নিজেদের নামে রেকর্ড করে নেন। বিষয়টি বুঝতে পেরে ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেয়ার জন্য মিসকেস করেন। অবৈধভাবে নিজেদের নামে দখলকারী ব্যক্তিরা দেওয়ানী মামলা করে। মামলায় তারা আদালতে হেরে যান। তারপরও অবৈধভাবে জলমহালটি তারা দখলে রেখেছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর স্থানীয়দের তোপের মুখে অবৈধ দখলদারচক্রটির এলাকা ছাড়া হয়। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে চালিয়ে ওই জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড টানিয়ে সরকারি দখলে নিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। অবৈধ দখল মুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব