বাংলার ভোর প্রতিবেদক
জাল দলিলের মাধ্যমে যশোরের হামিদপুরের জমি দখলের অভিযোগে ঝিনাইদহের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর শহরের কাজীপাড়া আজিজ সিটির মৃত শেখ আব্দুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল এ মামলা করেছেন। যশোর সিনিয়র জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।
অপর আসামিরা হলেন, যশোর সদরের এনায়েতপুর গ্রামের শেখ নিজাম উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, শহরের পুরতান কসবা কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের আবু বক্কার ভুইয়ার ছেলে শাহীন ইকবাল ও দলিল লেখক কাজী রবিউল ইসলাম।
জানা গেছে, যশোর সদরের হামিদপুর মৌজার আরএস ৩০৭৭ দাগের ২৩ শতক জমি ২০১২ সালের ১১ মার্চ কবলা দলিলমূলে ক্রয় সূত্রে মালিক শহরের আজিজ সিটির মৃত শেখ আব্দুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল। জমি কেনার পর তিনি গাছপাল লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। ২০২০ সালের ২১ অক্টোবর আসামিরা জাল জালিয়াতি করে ফারজানা ইকবালকে দাতা ও তার মামা জাকির হোসেনকে (বর্তমানে মৃত) গ্রহীতা করে একটি অফেরতযোগ্য পাওয়ার অব এ্যাটর্ণী দলিল রেজিষ্ট্রি করেন। এ দলিলে সাক্ষী, সনাক্তকারী ও দলিল লেখক হিসেবে উল্লেখ করা হয় আসামি রবিউল ইসলাম, শাহিন ইকবাল ও কাজী রবিউল ইসলামকে।
পাওয়ার অব এ্যাটর্নীর ২০ দিন পর ২১ অক্টোবর আসামিরা একে অপরের সহযোগীতায় জালি জালিয়াতির মাধ্যমে জাকির হোসেনকে (বর্তমানে মৃত) দাতা ও নাসের শাহরিয়ার জাহেদীকে গ্রহীতা করে একটি কবলা দলিল করেন। গত ২২ ডিসেম্বর আসামিরা মরহুম জাকির হোসেনের ছেলে সিয়ামকে দলিলের বিষয়টি অবহিত করলে ফারজানা ইকবাল তার কাছ থেকে দলিলের বিষয়টি জানতে পারেন।
এরপর ফারজানা ইকবাল রেজিস্ট্রি অফিস থেকে পাওয়ার অব এ্যাটর্ণী ও কবলা দলিলের নকল তুলে জালজালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে এ মামলা করেছেন।