ঝিকরগাছা সংবাদদাতা
বুধবার সকালে যশোরে ঝিকরগাছায় ইটের ভাটার মাটি পরিবহনের ট্রাক চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। ঝিকরগাছা ইটভাটা মালিক সমিতির সভাপতির ট্রাক চাপায় একজন অপরজন ঘেরের মাটি কাটা ট্রাক চাপায় মারা গেছেন। এ সকল ইটভাটার এবং মাটি পরিবহনের গাড়িগুলোর নেই কোন কাগজপত্র। এ সময় গুরুতর আহত হয়েছে সোনাকুড় গ্রামের সুকান্ত রায়ের মেয়ে সুসমিতা রায় (১৩)।
বুধবার সকাল ৭ টা থেকে ৮ টার মধ্যে দুইটি প্রাণ ইট পরিবহনের ট্রাকের চাপায় ঝরে পড়ল। সকাল সাতটায় বাঁকুড়ার সোনাপুর গ্রামের প্রান্ত (২০) মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাজারে আসছিলেন। পথিমধ্যে হাজিরবাগ গার্লস স্কুলের সামনে ইট ভাটার মালিক সমিতির সভাপতি ও হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিশ্বাস ব্রিকসের ট্রাকের চাপায় তিনি মারা যান। নিহত ব্যক্তি মামার বাড়ি থেকে তার দোকান দেখাশোনা করতেন।
অপরদিকে মার্শিয়া বাজারের মধ্যে ভেড়ির মাথায় মাটি কাটা ট্রাকের চাপায় কলারোয়ার পাকুরিয়া গ্রামের হামিদুল ইসলাম (৬৫) মারা যান। নিহত ব্যক্তি ফেরিওয়ালা হিসেবে মালামাল বিক্রির উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছিলেন।
এ ব্যাপারে ঝিকরগাছা ইটভাটার মালিক সমিতির সভাপতি ও হরিহরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আমার গাড়ির চাপায় প্রান্ত মারা গেছে। তবে তারা মামলা করতে রাজি নয়। তিনি বলেন আমার ইটভাটার বৈধ কাগজপত্র রয়েছে এবং গাড়িরও বৈধ কাগজপত্র রয়েছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ক্ষতিগ্রস্তরা কেউ মামলা না করায় এ ব্যাপারে আয়নানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
ঝিকরগাছা উপজেলার ২০ ভাটার মধ্যে ১৯ ভাটার বৈধ কাগজপত্র নেই।