বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাতটায় জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইনের ব্যবস্থাপনায় এবং শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা। কেননা জামায়াতের কর্মীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আহসান কবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন ও অ্যাড. আব্দুর রহমান সোহাগ, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কেএম আশরাফুল ইসলাম এবং মুহাম্মদ নাজীম উদ্দিন, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ, হাফেজ মাঈনুল ইসলাম, বদরুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আসাদুজ্জামান এবং নাহিদ ইসলাম প্রমুখ। এ সময় দলের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব