বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাতটায় জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইনের ব্যবস্থাপনায় এবং শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা। কেননা জামায়াতের কর্মীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আহসান কবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন ও অ্যাড. আব্দুর রহমান সোহাগ, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কেএম আশরাফুল ইসলাম এবং মুহাম্মদ নাজীম উদ্দিন, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ, হাফেজ মাঈনুল ইসলাম, বদরুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আসাদুজ্জামান এবং নাহিদ ইসলাম প্রমুখ। এ সময় দলের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোর জেলা সড়ক পরিবহণ সমিতির নেতৃত্বে পবিত্র কাপুড়িয়া ও লিটন
- যশোর ফতোয়া বোর্ডের জেলা কমিটি গঠিত
- যশোরে ইঞ্জিনিয়ার বায়েজিদ হত্যা মামলায় মুল্লুক চাঁদসহ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট
- বাঘারপাড়ায় ছাত্রদল নেতাকর্মীর হামলায় পণ্ড স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠান
- যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি লিটন সম্পাদক চুন্নু নির্বাচিত
- যশোর জেলা শ্রমিক দল ও পরিবহন শাখার উদ্যোগে কম্বল বিতরণ
- জ্ঞান ও বিজ্ঞানে যবিপ্রবি একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে : ভিসি
- সত্য ন্যায়ের সমাজ উপহার দিতে সহযোগিতা চাইলেন ভিপি কাদের