বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-৩ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের বলেছেন বিগত দিনে যারা মানুষের ন্যায্য অধিকারকে হরণ করেছে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে জনগণ তাদেরকে আর দেখতে চায় না। দেশের সাধারণ মানুষ তাদের বয়কট করে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তাদের প্রত্যাশা জানিয়ে দিয়েছেন।
শনিবার আল নাদহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার আব্দুস সোবহান, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সাথে যোগাযোগ ও সেতুবন্ধনের প্রক্রিয়া শুরু হলো। আমরা আপনাদেরকে ইসলামী আদর্শ ও সত্য ন্যায়ের মূল্যবোধ সম্পন্ন সমাজ উপহার দিতে চাই। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চাই। আপনারা সমাজের সচেতন মানুষ, আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। যাতে করে আগামী দিনে আর কোনদিন মতামত দিতে ভুল না করি। এদেশে ইসলামী সমাজ কায়েম হোক এটা আমরা চাই। সমাজের প্রত্যেক মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষ হিসেবে সত্য বলা এবং মত প্রকাশের স্বাধীনতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা যেন জামায়াতের উদ্দেশ্য লক্ষ্য যথার্থভাবে বাস্তবায়নে সক্রিয় হই।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব