কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা, স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলার চকদড়ি খড়িতলা প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব কালিগঞ্জের কৃতি সন্তান ড. শেখ আব্দুর রশীদ।
এ সময় তিনি বলেন দুর্নীতি ও সুশাসন নিশ্চিতে আমি কাজ করতে চাই। তৃণমূল পর্যায়ে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সেবার মনোভাবে নিয়ে কাজ করতে হবে। এই জনপদের মানুষ আমি কিন্তু চাকুরির সুবাদে এলাকার বাইরে থাকতে হয়েছে। তবুও মনটা পড়ে থাকে প্রিয় জন্মভূমিতেই। আজ অনেকেই প্রয়াত হয়েছেন যাদেরকে আমি চিনতাম ও জানতাম, অনেকেই বেঁচে আছেন যারা দেশের জন্য বিশেষ অবদান রেখেছেন।
মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জজকোর্টের পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল বাবু, উপজেল বিএনপির একাংশের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলার ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। তিনি এর আগে পিতা মাতার কবর জিয়ারত, খড়িতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কবরস্থান ও কার্পেটিং সড়কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা, সাবেক ও বর্তমানের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীবৃন্দ।