বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলার সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সালতাপীরের ঢিবিতে সোমবার থেকে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এই খনন কাজ শুরু হয়।
যশোর জেলার চতুর্থ প্রত্নঢিবি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রত্নস্থানে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়েছে। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে খনন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক দপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কালীগঞ্জের সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান। এছাড়াও কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুর রহমান, ইউপি সদস্য মশিউর রহমান, ভূমি মালিক মুকিত খান, ওসমানপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক শরিফুর রহমানসহ স্থামীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সার্বিক দিক নির্দেশনায় ৮ সদস্য বিশিষ্ট অভিজ্ঞ দল খননটির বাস্তব খননকার্য পরিচালনা ও তদারক করবে।
উল্লেখ্য, বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে যশোর জেলার সদর উপজেলায় পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে কাশিমপুর ইউনিয়নের সালতাগ্রামে মাঝারি আকৃতির উচ্চতা বিশিষ্টি প্রত্নঢিবি হিসেবে সনাক্ত করে। ১৯৬৮ সালের প্রত্নসম্পদ আইন অনুযায়ী-এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব পরিলক্ষিত হওয়ায় ঢিবিটিকে প্রত্নতাতাত্ত্বিক জরিপ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
শিরোনাম:
- সবজির দামে ক্রেতার প্যাকেট ভরলেও ফাঁকা হচ্ছে কৃষকের থলে
- যশোরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের হানা
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
- যশোরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- যশোরে ভোটের গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত
- নিম্নমানের সামগ্রি দিয়ে নির্মাণের অভিযোগ
- মণিরামপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ষস্মরণ উৎসব অনুষ্ঠিত
- মুনসী মেহেরউল্লাহ ছিলেন মুসলিম জাতির জন্য নক্ষত্র
