শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০)নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন এই গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন।
স্থানীয়রা জানান, নিতহ রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবেন। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দু পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। মঙ্গলবার দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধর করতে করতে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, গণ্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধর করছ। এ সময় রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, তিনি হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব