বাংলার ভোর প্রতিবেদক
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে রানারআপ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। একই সাথে যশোরে জাতীয় দলের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সংবর্ধনা ও ৮ ফেব্রুয়ারি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি নিয়ে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ফজলে রাব্বী মোপাশা। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়। সেই থেকে যশোরের খেলোয়াড়রা তাদের যোগ্যতা দেখিয়ে চলেছে বাংলাদেশ সহ সারা বিশ্বকে। এ পর্যন্ত যশোরের মোট ৮জন খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় হিসাবে ভারত, পাকিস্তান, দুবাই, বার্মিংহাম, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এর বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে। তারা হলেন, মনিরুজ্জামান, মোহাম্মাদ শিহাব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, আসমত আলী, সোহাগ মোল্লা, আলী হোসেন, ইসরাফিল হোসেন ও মোহাম্মদ আলম।
বিশেষ করে এবার পাকিস্তানে অনুষ্ঠিত ৪র্থ টি-২০ বিশ্বকাপে যশোরের আসমত আলী ম্যান অব দ্য সিরিজ হয়ে যশোরের মুখ উজ্জ্বল করেছে।
তিনি বলেন, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব এর পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দলকে আমন্ত্রন জানিয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঁচতে শেখা মিলনায়তনে সকল খেয়োয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে। ৮ ফেব্রুয়ারি যশোর টাউন হল ময়দানে জাতীয় দলকে দুই ভাগে বিভক্ত করে মাইকেল মধুসূদন একাদশ ও তরিকুল ইসলাম একাদশ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে তাদের যশোরের সাগড়দাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাব যশোর জেলার সহ-সভাপতি এমএম আকসাদ সিদ্দিকী, এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সোলাইমান মহি সবুজ, প্রচার সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, নির্বাহী সদস্য মুন্সী ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় দলের খেলোয়াড় আচমত আলী ও ইসরাফিল হোসেন ।