বাংলার ভোর প্রতিবেদক
দেশের অন্যতম চারুকলা আর্ট রিসার্ট ইনস্টিটিউট চারুপীঠ যশোরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী জলরঙের চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে চারুপীঠ আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেন্টিং এর অবসরপ্রাপ্ত শিক্ষক শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস। এছাড়াও এই প্রদর্শনী অনুষ্ঠানের মাঝে অনুষ্ঠিত হয় শিল্পী সোহেল প্রাননের স্মরণে শিশু আঁকিয়েদের অংশগ্রহনে এবং বর্ণিকা আর্ট স্টুডিও এর পরিকল্পনায় চিত্রাংকন উৎসব ‘ইচ্ছেগুলো আঁকো’।
চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যপক আফসার আলী, নড়াইল আর্ট কলেজের অধ্যক্ষ শিল্পী অনাদি কুমার বৈরাগী, চারুপীঠের অধ্যক্ষ মাহবুব-জামাল শামিম, হারুন অর রশিদ এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। চিত্র প্রদর্শনীতে ৪৫ চিত্র প্রদর্শিত হচ্ছে। আজ দিনব্যাপী প্রদর্শন সমাপ্তি ঘটবে। এই উৎসব ঘিরে চারুপীঠ প্রাঙ্গন আঁকিয়েদের উপস্থিতিতেই মুখরিত। ছোট বড় বিভিন্ন বয়সী সকলেই মিলেছে প্রাণের আনন্দে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব