চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে সিলাগলা করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। পার্কটি সিলগালা করে দেয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে চৌগাছা থানার পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটা ব্যবসায়ি আবুল কাশেম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে পুড়াপাড়া-চৌগাছা সড়কের পাশে একটি বাগান গড়ে তোলেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে নিজ নামে পার্ক তৈরি করেন। পুকুর পাড়ে আমবাগানের মধ্যে বিনোদন পার্কের নামে বেশ কিছু ইটের ঘর তৈরি করেন। স্থানীয়দের অভিযোগ এই ইটের ঘরে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে পতিতাবৃত্তি চলে আসছিল।
এছাড়া স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে এখানে অসামাজিক কাজে লিপ্ত হতো। এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কাজের কিছু উপকরণসহ বেশ কয়েক জোড়া কপোত কপোতী ধরা পড়ে। এ সময় কপোত কপোতীদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে পার্কটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব